
জুলাই মাসের অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র নিতে যাচ্ছেন। খবর পাওয়া গেছে, বৃহস্পতিবার ২০ নভেম্বর তিনি দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন।
এ বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ২০ নভেম্বর সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র নিতে উপস্থিত হওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে জাতীয় নির্বাচনে ঠিক কোন আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে সুজন এখনও নিশ্চিত কোনো ঘোষণা দেননি।
সুজন জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি স্যালুট জানানোর কারণে দেশের জনগণের মনে জায়গা করে নিয়েছিলেন। সেই জনপ্রিয়তা ও সমর্থনের উপর ভর করে নির্বাচনে জয়ী হবার আশা প্রকাশ করেছেন তিনি।
এর আগে একই দলের তরফ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন খোকন চন্দ্র বর্মণ, যিনি জুলাইয়ে গুরুতরভাবে আহত হয়েছিলেন। বর্তমানে চিকিৎসার জন্য খোকন রাশিয়ায় অবস্থান করছেন।
জাতীয় নাগরিক পার্টি থেকে আজই মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এনসিপির মুখ্য সমন্বয়ক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দলটির লক্ষ্য তিন হাজার মনোনয়নপত্র বিক্রি করা।