
ওয়াশিংটনের সম্ভাব্য সামরিক পদক্ষেপের প্রেক্ষাপটে সৌদি আরব ইরানকে স্পষ্টভাবে জানিয়েছে, তারা তাদের ভূখণ্ড বা আকাশসীমা কোনো ধরনের হামলার জন্য ব্যবহার করতে দেবে না।
বুধবার (১৪জানুয়ারি) সৌদি সরকারের দুটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য এএফপিকে নিশ্চিত করেছে। সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানে বিক্ষোভ দমনের জবাবে কঠোর পদক্ষেপ নিলে প্রতিক্রিয়া জানাতে পারে—এর প্রেক্ষিতে সৌদি আরব ইরানকে তাদের অবস্থান পরিষ্কার করেছে।
সৌদি সামরিক বাহিনীর এক ঘনিষ্ঠ সূত্র এএফপিকে বলেন, “সৌদি আরব সরাসরি তেহরানকে জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো হলে তারা তার অংশ হবে না এবং এ উদ্দেশ্যে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করা হবে না।”
সরকারের আরেকটি ঘনিষ্ঠ সূত্রও নিশ্চিত করেছে যে, এই বার্তাটি ইতোমধ্যেই তেহরানের কাছে পৌঁছে গেছে।
উল্লেখ্য, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে, যার মধ্যে সৌদি আরবও অন্তর্ভুক্ত।