
সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অবস্থিত স্বাধীনতা জাদুঘরের দেয়ালভাস্কর্যে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ২৫-৩০ জন যুবক লাঠি, হাতুড়ি ও শাবল নিয়ে উদ্যানের মধ্যবর্তী এলাকায় গিয়ে ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত করেন।
উল্লেখ্য, এই দেয়ালভাস্কর্য ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণকে তুলে ধরে। ভাস্কর্যে তাকে বক্তৃতা দিচ্ছিলেন এমনভাবে দেখানো হয়েছে, যেখানে তার ভাষণের গুরুত্বপূর্ণ উক্তি “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” খোদাই করা রয়েছে।