
দেশে সোনার বাজারে ইতিহাস গড়ল। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার (১২ জানুয়ারি) ঘোষণা করেছে, সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪,২০০ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকায় পৌঁছেছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার মূল্য।
এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর সোনার দাম সর্বোচ্চ ছিল ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। নতুন এই দাম ১৩ জানুয়ারি (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি সোনার দাম বৃদ্ধির প্রভাবেই স্থানীয় বাজারে সোনার দাম বেড়েছে। বিশ্বব্যাপী সোনা ও রুপার বাজারের তথ্য অনুসারে, প্রতি আউন্স সোনার দাম ৪,৬০০ ডলার ছাড়িয়েছে।
নতুন দর অনুযায়ী:
২২ ক্যারেটের এক ভরি সোনার দাম: ২,৩২,০৫৫ টাকা
২১ ক্যারেট: ২,২১,৪৯৯ টাকা
১৮ ক্যারেট: ১,৮৯,৮৯০ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১,৫৬,৮৮১ টাকা
রুপার দামও বাড়ানো হয়েছে:
২২ ক্যারেট প্রতি ভরি: ৫,৯৪৯ টাকা
২১ ক্যারেট: ৫,৭১৫ টাকা
১৮ ক্যারেট: ৪,৮৯৯ টাকা
সনাতন পদ্ধতি প্রতি ভরি: ৩,৬৭৪ টাকা
বাজুসের এই সিদ্ধান্ত দেশের সোনা ও রুপার বাজারে দাম বৃদ্ধির ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।