
জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক ময়দানে নিজেদের অবস্থান স্পষ্ট করে শক্ত উপস্থিতি জানান দিল সুফী মতাদর্শে বিশ্বাসী তিন দলের সমন্বয়ে গঠিত বৃহত্তর সুন্নি জোট। চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে অনুষ্ঠিত প্রথম মহাসমাবেশে তারা জানিয়ে দিয়েছে নতুন রাজনৈতিক লক্ষ্য আর ভবিষ্যৎ পরিকল্পনা।
শনিবার ১৫ নভেম্বরের এ সমাবেশের মূল আকর্ষণ ছিল জোটটির শক্তিশালী ভাষণে নিজেদের পরিচয় তুলে ধরা। সমাবেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ মুহাম্মদ হাসান আল আযহারী বলেন, “আমরাই শাহজালাল শাহপরাণের উত্তরসূরি, আমরাই এই বাংলার মালিক, আর সবাই ভাড়াটিয়া।” তিনি বক্তব্যে আরও উল্লেখ করেন, “বাঘ যখন ঘুমিয়ে যায় কুকুর তখন ঘেউ ঘেউ করে, এত দিন সুন্নী জনতা ঘুমিয়ে ছিল বিধায় কুত্তা ঘেউ ঘেউ করেছিল, আজ বাংলার মালিক জেগে উঠেছে, ভাড়াটিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ।”
জোটের নেতারা জানান, তারা ১৩ দফা দাবি সামনে এনেছেন এবং জাতীয় নির্বাচনের প্রতিটি আসন অর্থাৎ ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। দীর্ঘদিন পর সুন্নি ধারার দলগুলোকে এক ব্যানারে একত্র দেখে মাঠে উপস্থিত কর্মীসমর্থকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। নেতৃত্বের মতে, এই মহাসমাবেশ জাতীয় রাজনীতিতে তাদের শক্তি প্রদর্শনের মঞ্চ হিসেবে কাজ করবে।
সৈয়দ মুহাম্মদ হাসান আল আযহারী বলেন, “এই বাংলাদেশ শাহ জালাল, শাহ পরান, ওলী আওলিয়াগনের দেশ। আমরাই উনাদের যোগ্য উত্তরসূরি, সুতরাং আমরাই এই দেশের মালিক।” নিজেদের অবস্থান আরও দৃঢ়ভাবে তুলে ধরে তিনি ঘোষণা করেন, “ঘুমিয়ে নই, আমরাই মাঠে রক্ত দিয়ে আমাদের অধিকার আদায়ের জন্য প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।”