
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত করার সর্বোচ্চ আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই রায়ের মাধ্যমে দেশের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য পথ সুগম হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক যে রায় দিয়েছিলেন, তার মাধ্যমে দেশের নির্বাচনীব্যবস্থাকে নির্বাসনে পাঠানো হয়েছিল। যার ফলে গত তিনটি নির্বাচন বিতর্কিত হয়েছে। আজকের রায়ের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘ সংগ্রামের পর আদালত রিভিউ পিটিশনটা গ্রহণ করেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে এনেছেন।’
ত্রয়োদশ সংশোধনী বাতিলের পর থেকেই তিনি এই বিষয়ে লেখালেখি চালিয়ে যাচ্ছেন। বদিউল আলম মজুমদার উল্লেখ করেন, ত্রয়োদশ সংশোধনী একটি অসাংবিধানিক রায় বহন করেছিল। পরবর্তীতে প্রণীত পঞ্চদশ সংশোধনী নিয়েও তিনি আপত্তি জানিয়েছেন।
এদিকে, দেশের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্তকারী ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ১৪ বছর আগে দেওয়া রায়ও আপিল বিভাগ বাতিল করেছে। এ রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করা হয়েছে এবং রিভিউ (পুনর্বিবেচনা) আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই রায় দেন।
রায়ে বলা হয়েছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত বিধানাবলী পুনরুজ্জীবিত ও কার্যকর করা হলো। এই বিধানাবলী ভবিষ্যতে প্রয়োগযোগ্যতার ভিত্তিতেই কার্যকর থাকবে।