
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতি ও নির্বাচনে দুর্নীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক প্রক্রিয়ার পূর্ণ পুনর্গঠন সম্ভব হবে না।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বদিউল আলম মজুমদার বলেন, “দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ করা না হলে ভোট সুষ্ঠু হবে না। আইনি কাঠামো ঠিক থাকা সত্ত্বেও গত তিনটি নির্বাচনে দুর্নীতির ঘটনা ঘটেছে।”
তিনি আরও উল্লেখ করেন, এইবারও যদি নির্বাচনে দুর্নীতি বন্ধ না করা যায়, তবে গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব হবে না। রাজনীতিতেও নীতিবিরুদ্ধ কর্মকাণ্ড রোধ করা প্রয়োজন। বদিউল আলম বলেন, “রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠনের জন্য দুর্নীতি নির্মূল করা অত্যাবশ্যক।”