
ঢাকার মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ায় ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। পরে ড্রোন অপসারণের সঙ্গে সঙ্গে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়ে যায়।
শনিবার (২২ নভেম্বর) এই তথ্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে জানানো হয়। পোস্টে বলা হয়, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যে ড্রোন পড়ায় সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বাধাগ্রস্ত হয়। ড্রোন সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিকভাবে পুনরায় শুরু হয়। ডিএমটিসিএল যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) মিরপুরে কাজীপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি মেট্রোরেল লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো অপসারণ করে।
ডিএমপি পুলিশের পরিদর্শক (তদন্ত) সোহেল চৌধুরী জানান, মেট্রোর ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপরের ট্র্যাক লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো ককটেল দুটি রাখা ছিল। লাইন রক্ষণাবেক্ষণের কর্মীরা এগুলো প্রথম দেখেন এবং পরে পুলিশকে খবর দেন। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি নিরাপদভাবে অপসারণ করে নেয়, কোনো ক্ষয়ক্ষতি হয়নি।