
সিলেটের পর্যটন কেন্দ্র সাদাপাথরে লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। বুধবার (২০ আগস্ট) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কমিশনার বলেন, “পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে, যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং নির্দোষ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। তালিকা তৈরি হওয়ার পর তা প্রকাশ করা হবে।”
তিনি আরও জানান, সিলেটে চোরাচালান ও খনিজসম্পদ রক্ষায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া ইতিমধ্যেই চলমান রয়েছে। পুলিশের জনবল বৃদ্ধি এবং নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ও প্রক্রিয়াধীন। এছাড়া আরও কিছু ক্যাম্প ও চেকপোস্ট বসানো হবে।
সেনাবাহিনীর সহযোগিতার প্রশংসা করে তিনি বলেন, “রাষ্ট্রের সম্পদ আত্মসাতের সঙ্গে যারা জড়িত বা চুরি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে এই সম্পদ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, “গত ৮ জুলাই আমরা ইজারা নিয়ে আলোচনা করেছি; পাথর চুরি নিয়ে কোনো কথা হয়নি। পাথর চোরদের উৎসাহিত করার মতো কোনো বক্তব্য আমি বলিনি। কেউ যদি তেমন কিছু ছড়ায়, তা ভুল বার্তা।”
লুটকারীদের তালিকা সংক্রান্ত আরও মন্তব্যে তিনি বলেন, “এ বিষয়ে গোয়েন্দা সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ চলছে। প্রকৃত লুটকারীদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করার জন্য সতর্কভাবে কাজ করা হচ্ছে। তাই সময় প্রয়োজন।”