
বাজারে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কাঁচা পেঁপে ছাড়া সব ধরনের সবজি ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। করলা, বেগুন ও টমেটোর দাম ১৪০–১৮০ টাকার মধ্যে পৌঁছেছে, যা ক্রেতাদের নাগালের বাইরে।
প্রতি কেজি দাম এখন এমন: করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, পটল ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা। এছাড়া ধুন্দল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গোল বেগুন ১৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, কঁচু ৮০ টাকা, জালি প্রতি পিস ৬০ টাকা এবং লাউ প্রতি পিস ৭০ টাকা।
বাজারে সবজির দাম বৃদ্ধির কারণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “বৃষ্টির কারণে সবজি নষ্ট হওয়ায় দাম কিছুটা বেড়েছে। তবে আলুর দাম কম আছে। দেশের গবেষণা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেলে বিদেশ থেকে বীজ আলু আনার প্রয়োজন কমবে এবং উৎপাদন খরচও কমবে।”
শনিবার তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-র হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আরও বলেন, “সরকারি মাধ্যমে আলু ক্রয় করা হবে এবং দাম নির্ধারণ করা হবে যাতে কৃষক ন্যায্যমূল্য পান।