
যুক্তরাজ্যের ভিসা আবেদনে প্রতারণার ঝুঁকি বেড়ে যাওয়ায় ভুয়া ট্রাভেল এজেন্টদের বিষয়ে সতর্কতা জারি করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক বার্তায় হাইকমিশন জানায়, আবেদনকারীদের অবশ্যই সতর্ক থাকতে হবে। বার্তায় বলা হয়, কোনো এজেন্ট যদি অতিরিক্ত ভিসা ফি দাবি করে কিংবা ভিসা নিশ্চিত করে দেওয়ার আশ্বাস দেয়, তবে সেটি প্রতারণা ছাড়া আর কিছু নয়।
হাইকমিশন আরও পরামর্শ দিয়েছে, অতিরিক্ত ফি নেওয়া বা ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া প্রতিষ্ঠান বা ব্যক্তির সেবা ব্যবহার করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। ভুয়া এজেন্ট বা জালিয়াতির ঘটনা ঘটলে তা অবিলম্বে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
এর আগে গত মঙ্গলবার দেওয়া আরেক সতর্ক বার্তায় হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন প্রক্রিয়ায় জাল কাগজপত্র জমা দিলে সর্বোচ্চ ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তাই আবেদনকারীদের সব সময় বৈধ নথি জমা দেওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।