.png)
ভোলার তজুমদ্দিনে গরু লাল শাক খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার অভিযোগ উভয় পক্ষই তজুমদ্দিন থানায় দায়ের করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার উত্তর চাচড়া ২নং ওয়ার্ডের চটকি বাড়ির মোজাফফর আলী’র ছেলে মোঃ ইসলাম গত ২ নভেম্বর সন্ধ্যায় প্রতিদিনের মতো তার ঘোয়াল ঘরে গরু বেঁধে রাখেন। রাত ৮টার দিকে গরু দড়ি ছিঁড়ে বাইরে উঠানে থাকা বেলায়েতের লাল শাক খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে বেলায়েত ও ইসলামের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
পরে বেলায়েতের নেতৃত্বে সালাউদ্দিন, নিজামউদ্দিন, ফারুক, জসিমউদ্দিন এবং ইলিয়াছসহ প্রায় ২০–২৫ জন ইসলামের উপর হামলা চালান। ইসলামের ডাকচিৎকারে তার ভাই আগাইয়া এসে সাহায্য করতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়।
সংঘর্ষে ইসলাম গ্রুপের ইসলাম (৩৫), নুরনবী (৪০), ইউনুস (৪৫) ও শাজাহান (৬০) আহত হন। অন্যদিকে বেলায়েত গ্রুপের বেলায়েত, জসিম ও ছহুরা খাতুন গুরুতর আহত হয়ে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি হন।
উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মহব্বত খান বলেন, “চাচড়ায় মারামারির ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”