
গত দুই ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত বড় বাজেটের সিনেমা ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’ মুক্তির পরপরই প্রেক্ষাগৃহে দর্শকের ভালো সাড়া পেলেও শিগগিরই পাইরেসির কারণে মুখ থুবড়ে পড়ে। সিনেমা দুটির মাস্টারপ্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ায় দর্শক আগ্রহ দ্রুত কমে যায়।
তাণ্ডব ছবির পাইরেসির ঘটনায় একজনকে গ্রেপ্তারও করা হয়। তবে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন পরিচালক অনন্য মামুন। তিনি দাবি করেছেন, এসব পাইরেসির ঘটনা বাইরের কেউ নয়, বরং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট কারো মাধ্যমেই ঘটেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মামুন বলেন, “আমি বরবাদ ও তাণ্ডবের ঘটনাকে ক্লাসিক পাইরেসি বলতে রাজি নই। সাধারণত পাইরেসি মানে হলে ক্যামেরা বসিয়ে চুরি করা কপি ছড়ানো। কিন্তু এই দুটি ছবির ক্ষেত্রে ঘটেছে ভিন্ন কিছু এসবের মাস্টারপ্রিন্টই অনলাইনে এসেছে। যার মানে, এইচডি থেকেও উন্নত মানের কপি ছড়িয়েছে।”
তিনি আরও বলেন, “মাস্টারপ্রিন্ট এমন কিছু, যা সাধারণত সিনেমার সঙ্গে যুক্ত প্রোডাকশন টিমের কাছেই থাকে। তাই এ ধরনের কপি বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই সীমিত। সম্ভবত প্রোডাকশন হাউজের কোনো সদস্যই বিক্রি করেছে অথবা ডিস্ট্রিবিউশনের কাজে যাঁদের কাছে কপি দেওয়া হয়েছিল, সেখান থেকেই এটি ফাঁস হয়েছে।”
মামুন জানান, আগে পাইরেটেড ভিডিওগুলোতে কলকাতার হারবালের বিজ্ঞাপন থাকত, যা থেকে কিছু অর্থ উপার্জন হতো। এখন বিদেশি অনলাইন ক্যাসিনোর বিজ্ঞাপন যুক্ত হওয়ায় এর মূল্য আরও বেড়েছে। ফলে পাইরেসি এখন বড় ব্যবসায় রূপ নিয়েছে, এবং সেটিই মাস্টারপ্রিন্ট ফাঁসের অন্যতম কারণ বলে মনে করেন তিনি।
তিনি বলেন, “বলিউডেও পাইরেসি হয়, তবে তা হলপ্রিন্ট। আমাদের মতো মাস্টারপ্রিন্ট ফাঁস হওয়া আমি বিশ্বের আর কোথাও দেখি না।”
এই বক্তব্যে অনন্য মামুন স্পষ্টভাবে প্রোডাকশন সংশ্লিষ্টদের দিকেই অভিযোগ করেছেন, যারা অর্থের বিনিময়ে সিনেমার আসল কপি বাইরে ছড়িয়ে দিয়েছে বলে ধারণা করছেন তিনি। বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে আবারো উদ্বেগ দেখা দিয়েছে।