
সিলেটে আলোচিত সাদা পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
বুধবার (২০ আগস্ট) অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, যিনি তদন্ত কমিটির প্রধান ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন। তবে তিনি প্রতিবেদনের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
তদন্ত সূত্রে জানা গেছে, সাত পৃষ্ঠার প্রতিবেদনে লুটপাটে জড়িত ১৩৭ জনের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পর্যটন কেন্দ্র ও পাথর সুরক্ষার জন্য ১০ দফা সুপারিশ করা হয়েছে।
এর আগে, গত ১২ আগস্ট সাদা পাথর লুটের ঘটনায় পদ্মাসন সিংহকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। রোববার প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে সময় বর্ধিত করে বুধবার এটি জমা দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টা আগে বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদ আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিদায় নেন। দুপুর ১২টার দিকে তিনি অফিস ত্যাগ করেন। নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করবেন।
উল্লেখ্য, সাদা পাথর লুটপাটের ঘটনায় সমালোচনার মুখে গত সোমবার ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। একই সময়ে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকেও বদলি করা হয়।