
বগুড়ার সুখানপুকুর এলাকায় সান্তাহার-বোনারপাড়া রেলরুটে ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে রেললাইন পরিদর্শনের সময় রক্ষণাবেক্ষণ দলের সদস্যরা দুটি ফিশপ্লেট খুলে রাখা অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে কর্মীরা সেগুলো পুনরায় স্থাপন করেন, ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
তিনি বলেন, “ফিশপ্লেট খুলে ফেলার ঘটনা স্পষ্টভাবে ইচ্ছাকৃত নাশকতার ইঙ্গিত দেয়। এতে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটতে পারত।”
ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বগুড়া স্টেশনসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে।