
ইউক্রেনে যুদ্ধের অবসান হলেও আসন্ন শীতকালীন অলিম্পিকে রাশিয়ান ক্রীড়াবিদরা নিজেদের দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না- এমনটাই স্পষ্ট করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রি। একটি ইতালীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে কভেন্ট্রি জানান, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও মিলানো-কর্টিনা শীতকালীন অলিম্পিকে রাশিয়ান অ্যাথলেটরা জাতীয় পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
শুক্রবার (০২ জানুয়ারি) প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি কোরিয়ের ডেলা সেরাকে বলেন, বর্তমান অবস্থায় রাশিয়ান ক্রীড়াবিদদের শুধু ব্যক্তিগত পরিচয়ে অংশগ্রহণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফেব্রুয়ারির অলিম্পিকের ক্ষেত্রে তাতে কোনো পরিবর্তন আসছে না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া ও বেলারুশের পূর্ণমাত্রার আগ্রাসনের পর আইওসি দুই দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তী সময়ে, গত সেপ্টেম্বরে আইওসি সিদ্ধান্ত জানায়—মিলানো–কর্টিনায় অংশ নিতে হলে রাশিয়ান ও বেলারুশিয়ান ক্রীড়াবিদদের জাতীয় পতাকা ও সঙ্গীত ছাড়াই নিরপেক্ষ, পৃথক ক্রীড়াবিদ হিসেবে প্রতিযোগিতা করতে হবে।
সাক্ষাৎকারে আইওসির প্রথম নারী সভাপতি কভেন্ট্রি আরও বলেন, ইতালির মতো একাধিক শহরে অলিম্পিক আয়োজন করা এখন “নতুন স্বাভাবিকতা” হয়ে উঠছে এবং মিলানো–কর্টিনা গেমস ভবিষ্যতের জন্য কার্যকর দিকনির্দেশনা দেবে।
কভেন্ট্রির মন্তব্য নিয়ে রয়টার্সের পক্ষ থেকে নিশ্চিতকরণ চাওয়া হলেও এ বিষয়ে আইওসি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, মিলানো–কর্টিনা শীতকালীন অলিম্পিক চলবে ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।