
রাশিয়া ইউক্রেনের সামরিক-শিল্প ও জ্বালানি সংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে। মস্কোর দাবি, এই হামলায় 'কিনঝাল' হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব হামলা ইউক্রেনের পূর্বের হামলার জবাবে চালানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়ান ভূখণ্ডে বেসামরিক স্থাপনায় সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায়, সশস্ত্র বাহিনী রাতের অন্ধকারে স্থলভিত্তিক ও সমুদ্রভিত্তিক নির্ভুল অস্ত্র কিনঝাল এবং দূরপাল্লার ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সামরিক-শিল্প এবং জ্বালানি স্থাপনাগুলোতে ব্যাপক আক্রমণ চালিয়েছে। সমস্ত নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে এবং লক্ষ্য পূরণ হয়েছে।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সব ফ্রন্টলাইন এলাকায় রাশিয়ান বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেনীয় সেনারা প্রায় ১ হাজার ৩৫৫ জন সৈন্যের ক্ষতি করেছে।