
রাশিয়া যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচকে অবাঞ্ছিত ঘোষণা করে দেশটিতে তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে, যা ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ভিন্নমত দমন ও সমালোচকদের ওপর কঠোরতার আরেকটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ২৮ নভেম্বর রুশ কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত জানায়। রায়ের ফলে সংস্থাটি রাশিয়ায় সব কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে। একই সঙ্গে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংগঠনের সঙ্গে কাজ করবে বা সমর্থন দেবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় হিউম্যান রাইটস ওয়াচ বারবার মস্কোর বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের দমন এবং যুদ্ধাপরাধের অভিযোগ তোলে।
এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিয়ন বলেন, ‘তিন দশকেরও বেশি সময় ধরে, সোভিয়েত-পরবর্তী রাশিয়ার উপর হিউম্যান রাইটস ওয়াচের কাজ সরকারকে মানবাধিকার এবং স্বাধীনতা সমুন্নত রাখার জন্য চাপ দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের কাজ পরিবর্তিত হয়নি, তবে নাটকীয়ভাবে যা পরিবর্তিত হয়েছে তা হল সরকারের একনায়কতান্ত্রিক নীতি। দমন-পীড়নের অস্বাভাবিক বৃদ্ধি এবং ইউক্রেনে তার বাহিনী যে যুদ্ধাপরাধ করছে তার পরিধি।’
রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের ঘোষণা এমন সময়ে এলো, যখন ক্রেমলিন সমালোচক, সাংবাদিক ও কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ আরও কঠোর করেছে। ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারির আক্রমণের পর থেকে এই নীতির তীব্রতা ক্রমেই বাড়ছে।
এদিকে আলাদা এক রায়ে রাশিয়ার সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির প্রতিষ্ঠিত দুর্নীতি দমন ফাউন্ডেশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন পর্যবেক্ষণে কাজ করে আসছে।