
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত জোহরান মামদানি এবার দেখা করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আগামী শুক্রবার (২১ নভেম্বর) হোয়াইট হাউসে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘নিউইয়র্কের কমিউনিস্ট মেয়র জোহরান মামদানি দেখা করতে চেয়েছেন। এই বৈঠকটি ২১ নভেম্বর ওভাল অফিসে অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছি আমরা। বিস্তারিত পরে জানানো হবে!’
এর আগে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মামদানি জানান, ‘নির্বাচনী প্রচারণার সময় নিউইয়র্কের ভোটারদের উদ্দেশ্যে আমার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণে আমার টিমের সদস্যরা হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।’
উল্লেখ্য, নিউইয়র্কের সর্বশেষ নির্বাচনে মামদানিকে হারানোর জন্য ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন ট্রাম্প। তিনি প্রকাশ্যে ভোটারদের মামদানিকে সমর্থন না দিতে আহ্বান জানান এবং রিপাবলিকান পার্টির সঙ্গে মিলে তার বিরুদ্ধে প্রচারে ২৪০ কোটি ডলার ব্যয় করেন। এমনকি মামদানি বিজয়ী হলে নিউইয়র্কের তহবিল বন্ধ করে দেওয়ার হুমকিও দেন।
সব বাধা বিপত্তি সত্ত্বেও ৫০ শতাংশ ভোট পেয়ে নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। আগামী ১ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
নির্বাচনের পর ট্রাম্প কিছুটা নমনীয় অবস্থান নিয়ে ইঙ্গিত দেন যে প্রয়োজনে তিনি নবনির্বাচিত মেয়রকে সহায়তা করতে প্রস্তুত। তবে সতর্ক করে বলেন, ওয়াশিংটনের প্রতি মেয়রকে ‘সম্মানজনক আচরণ’ করতে হবে।
ফক্স নিউজের ব্রেট বায়ারের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওয়াশিংটনের প্রতি তাকে (মামদানি) কিছুটা শ্রদ্ধাশীল হতে হবে। তা না হলে সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না।’
তিনি আরও যোগ করেন, ‘আমি চাই সে সফল হোক। আমি চাই শহরটা সফল হোক।’ এরপরই স্পষ্ট করে বলেন, তিনি মূলত নিউইয়র্ক সিটির সফলতা দেখতে চান, মামদানির নয়।
সূত্র: বিবিসি, আলজাজিরা