
ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৮টি বসতঘর। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এক ব্যক্তি, যিনি পরিবার নিয়ে ওই এলাকায় বাস করতেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় তোফাজ্জল হোসেনের মালিকানাধীন ভাড়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে মুহূর্তেই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা আগুনের কবলে পড়ে।
নিহত রফিকউল্লাহ রহমান, হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং সুরুজ্জামানের ছেলে। তিনি জামিরদিয়া এলাকায় একটি কারখানায় কর্মরত ছিলেন এবং পরিবারসহ ঘটনাস্থলের একটি ভাড়া বাসায় থাকতেন। আগুন লাগার সময় পরিবারের জন্য মালামাল বের করার চেষ্টা করতে গিয়েই তিনি দগ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আগুনের সূত্রপাত হয় একটি গ্যাসের রাইজার থেকে। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ও বালতির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আগুনের প্রচণ্ড তাপে।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, “আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।”
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।”