
রাজধানীর মোহাম্মদপুরে বুধবার (৫ নভেম্বর) দুপুরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কাদেরাবাদ হাউজিং এলাকার হাজী মকবুল হোসেন কলেজের পাশে থাকা ১৪ তলা ভবনের নিচ তলায় বৈদ্যুতিক মিটার বোর্ডে আগুন ধরে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাদের তৎপরতায় বেলা সাড়ে ১২টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনের ধোঁয়ায় এক শিশু অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
ভবনের বাসিন্দারা আগুন লাগার সময় আতঙ্কে দ্রুত নিচে নেমে আসেন। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় কোনো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, "আগুন বেশি ছড়াতে পারেনি। দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।"