
রাজধানীর মোহাম্মদপুরে ফজলে রাব্বি সুমন হত্যাকাণ্ডের প্রধান আসামি হিসেবে চিহ্নিত মুন্না ওরফে পিচ্চি মুন্নাকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে পুরান ঢাকার ইসলামবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মোহাম্মদপুরের পাবনা হাউজ এলাকায় নিহত সুমন ও আসামি মুন্না দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। এ সময় দুজনের মধ্যে পরিচয় ও পরবর্তীতে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ তৈরি হয়। একপর্যায়ে সুমন মুন্নাকে পুলিশের হাতে তুলে দেন। তবে জামিনে মুক্তি পেয়ে মুন্না প্রতিশোধ নেয়।
র্যাব আরও জানায়, মুন্না পরে ফোন করে সুমনকে ডেকে নিয়ে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। সুমনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, রাজধানীর লালবাগ এলাকায় মাদকসহ নানা অপরাধে জড়িত থাকার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৪ জনকে সাজা দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বুধবার পরিচালিত ওই অভিযানে সহায়তা করে ডিএমপির লালবাগ বিভাগ।
ডিএমপি সূত্রে জানা গেছে, লালবাগ বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন, বহন, ছিনতাইয়ের চেষ্টা এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির মতো অপরাধে জড়িত ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর দুইজন অভিযোগের প্রমাণ না থাকায় খালাস পান।
বিশেষ ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬ এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়।