
সরকার সম্প্রতি ৭১ জনকে বীর মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুরের স্বাক্ষরে জারি হওয়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, “জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২ (২০২২ সালের ১৫ নম্বর আইন) এর ৬(গ) ধারা এবং রুলস্ অব বিজনিস, ১৯৯৬ এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনিস) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী উল্লেখিত ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হলো।”
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লালমুক্তি মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী এবং শহিদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত রয়েছেন।