
জুলাইয়ের অভ্যুত্থানের সময় নিহত মীর মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দাবি করেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগের মাত্রা বিবেচনা করলে তাকে হাজারবার ফাঁসি দিলেও তা যথেষ্ট হবে না।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
স্নিগ্ধ বলেন, “৫ আগস্টেই শেখ হাসিনার ‘অন্যায়-অপরাধের’ বিচার জনগণের রায়ের মাধ্যমে হয়ে গেছে। এখন শুধু আদালতের আনুষ্ঠানিক রায় প্রকাশ বাকি।” তিনি আরও বলেন, যে অপরাধ করেছেন শেখ হাসিনা, তার জন্য হাজারবার ফাঁসিও যথেষ্ট নয়।
তিনি উল্লেখ করেন, গুম ও খুনসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার পরিবারগুলো গত ১৭ বছর ধরে ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। তাদের দাবি একটাই, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হোক।
এক প্রশ্নের জবাবে স্নিগ্ধ বলেন, “এই প্রত্যাশা অপূর্ণ হওয়ার কোনো কারণ নেই, কারণ ৫ আগস্টেই জনগণ তাদের রায় জানিয়ে দিয়েছে।”