
যুক্তরাষ্ট্রের মায়ামিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছেন আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির বোন মারিয়া সল। এতে তার শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণে মারিয়ার আগামী ৩ জানুয়ারি হওয়ার কথা থাকা বিয়ে স্থগিত করা হয়েছে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, মারিয়া নিজেই তাদের দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। একই সঙ্গে তার মা সেলিয়া এবং আর্জেন্টিনার সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতো এই দুর্ঘটনার তথ্য প্রকাশ করেছেন। বর্তমানে মারিয়া বিপদমুক্ত, তবে পূর্ণ সুস্থতার জন্য তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।
মেসির জন্মভূমি রোজারিওতে মারিয়ার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভারতের সফরের পর মেসি বর্তমানে রোজারিওতে ছুটি কাটাচ্ছেন। মারিয়ার মা সেলিয়া জানিয়েছেন, দুর্ঘটনার সময় মারিয়া একটি এসইউভি চালাচ্ছিলেন এবং দুর্ঘটনাক্রমে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে তার কবজি পুড়ে গেছে, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোড়ালি ভেঙেছে।

মারিয়ার প্রেমিক হুলিয়ান মায়ামি ইন্টার অনূর্ধ্ব–১৯ দলের সহকারী কোচ। তারা রোজারিওর দক্ষিণাঞ্চলীয় লা বাজাদা এলাকায় কৈশোর থেকেই একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। তাদের সম্পর্কের মেয়াদ ১২ বছর।
বিশ্ব ফুটবলের এই তারকার বোন মারিয়া একজন সফল ব্যবসায়ী। তিনি মেয়েদের সাঁতারের পোশাক তৈরি করা ব্র্যান্ড ‘বিকিনিস রিও’ পরিচালনা করেন।