
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ২১ পদে ২১১ ও হল শিক্ষার্থী সংসদের ১৩ পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কেন্দ্রীয় ও হল শিক্ষার্থী সংসদে ৩৪ পদের বিপরীতে ৩১২ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২৪৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গতকাল (১৮ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, দুই দিনে ৩১২ জন মনোনয়ন সংগ্রহ করলেও সব মিলিয়ে ২৪৯ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর আগে শেষ দিন হওয়ায় সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে জকসুর অস্থায়ী নির্বাচন অফিস থেকে তৃতীয় দিনে ২৬৭ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্যে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ স্বতন্ত্র প্রার্থীর ২১১ জন মনোনয়ন ফরম জমা দেন।
এ ছাড়া একমাত্র ছাত্রীদের আবাসস্থল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলে ৪৫ প্রার্থীর মধ্যে ৩৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী শেষ দিন হওয়ায় সকাল থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।