
ভোলা সদর উপজেলার জামে-মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানী (৪৫) হুজুরকে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের বাড়িতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হুজুর এশার নামাজ শেষে বাসায় ফিরছিলেন। তখনই একদল অস্ত্রধারী দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে তাকে পেট, বুকে ও গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলে যায়। হামলাকারীরা আশেপাশের রোডও বন্ধ করে রেখেছিল।
পরে স্থানীয় মসজিদের ছাত্র ও মুসল্লিরা হুজুরের বাড়ি থেকে আওয়াজ শুনে সেখানে গিয়ে তাকে রক্তমাখা অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় নিহতের স্ত্রী ও সন্তানরা তজুমদ্দিনে থাকার কারণে বাসা খালি ছিল।
ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। নিহতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কারা ও কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে।”
এই হত্যার প্রতিবাদে ভোলার ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন।
উল্লেখ্য, আমিনুল হক নোমানী হুজুর ২০০৮ সাল থেকে ভোলা সদর উপজেলার জামে-মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।