
ভূমিকম্প প্রস্তুতি ও জরুরি ব্যবস্থাপনার বিষয়টি তদারকির জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় তেজগাঁওয়ে সরকারপ্রধানের দপ্তরে জরুরি বৈঠকে বসেছেন।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, গত শুক্র ও শনিবার (২১-২২ নভেম্বর) দুই দিনে চার দফা ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় আতঙ্কের সৃষ্টি হওয়ার পর এই বৈঠক ডাকা হয়।
শুক্রবার সকালেই কয়েক দশকের মধ্যে দেশে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে, যা তিন জেলায় অন্তত ১০ জনের প্রাণ নেয় এবং ছয় শতাধিক মানুষ আহত হন। ঢাকার অনেক ভবনে ফাটল দেখা দেয়, কিছু ভবন হেলে পড়ার ঘটনাও ঘটে। এরপর শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকার মাত্র ১৩ কিলোমিটার দূরে, এবং এর কেন্দ্র ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।