
বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার সকালে রাজধানীর একটি হোটেলে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চত করা হয়েছে। আলোচনায় পরস্পরের শুভেচ্ছা বিনিময়, আগামী নির্বাচন, পরবর্তী সরকার ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
ভুটানের প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশের সঙ্গে তিনটি সমঝোতা চুক্তি হওয়ার কথা রয়েছে। এর মধ্যে দুটি চুক্তি শনিবার সম্পন্ন হয়েছে। আরেকটি চুক্তি আজ হতে পারে।