
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির টেলিভিশন ভাষণে জনগণের উদ্দেশ্যে বলেন, ইসরায়েল মারাত্মক ভুল করেছে এবং এই ঘৃণিত সন্ত্রাসী রাষ্ট্রকে তার পরিণতি ভোগ করতে হবে।
পার্স টুডে জানিয়েছে, আজ (১৪ জুন) শনিবার সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানি সামরিক ও বেসামরিক নাগরিকদের নিহত হওয়ার প্রেক্ষাপটে তিনি এই ভাষণ দেন। আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি শহীদদের জন্য শোক ও শ্রদ্ধা জানিয়ে বলেন, কয়েকজন প্রিয় কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেছেন, যা অত্যন্ত কষ্টদায়ক। আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল মারাত্মক ভুল করেছে। এর ফলে তারা অসহায় অবস্থায় পতিত হবে। ইরানি জাতি শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না এবং দেশের আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। দেশের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে।
খামেনি বলেন, আল্লাহর ইচ্ছায়, আমরা ইসরায়েলের বিরুদ্ধে শক্তিমত্তার সঙ্গে পদক্ষেপ নেব এবং কোনো ছাড় দেওয়া হবে না। ইসরায়েল যেন মনে না করে যে, তারা একটি হামলা চালিয়ে দায়িত্ব শেষ করেছে। বরং এর মধ্য দিয়েই তারা যুদ্ধের সূচনা করেছে। তারা যে অপরাধ করেছে, তার থেকে মুক্তি পাবে না। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণিত ইহুদিবাদী শত্রুর ওপর প্রচণ্ড আঘাত হানবে।
তিনি জাতিকে আশ্বস্ত করে বলেন, ইরানি জনগণ আমাদের সঙ্গে রয়েছে এবং আল্লাহর ইচ্ছায় ইসরায়েল পরাজিত হবে।প্রিয় দেশবাসী, এটা জেনে রাখুন ও নিশ্চিত থাকুন—এই বিষয়ে কোনো ধরনের ত্রুটি হবে না।