
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন নির্ধারিত তারিখ ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। আলোচনা করে আবার রি-সিডিউল করে তারিখ জানাবে কমিশন।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা সূত্রে জানা যায়, ভোটার তালিকায় ত্রুটি, শিক্ষার্থীদের একাংশের মনোনয়ন উত্তোলন বর্জনসহ বিভিন্ন জটিলতার কারণে নির্বাচন কমিশন নির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে উপনীত হয়।
নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত শোনার পর সভা ত্যাগ করেন ছাত্রশিবির সমর্থিত ‘শিক্ষার্থী পরিষদ’ প্যানেলের প্রার্থীরা। এ বিষয়ে সম্ভাব্য ভিপি প্রার্থী আহমেদুল হক আলবি বলেন, সম্ভাব্য অনেক প্রার্থী সভায় উপস্থিত ছিলেন, কিন্তু তারা মনোনয়ন তোলেননি। কমিশন তাদের জন্য মনোনয়ন উত্তোলন ও জমাদানের সময় বাড়ানোর কথাও জানায়। এ কারণেই আমরা সভা ত্যাগ করি। এসময় সভায় সাবেক সমন্বয়ক, ছাত্রদল ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার পরিসংখ্যান বিভাগের ড. মো. শাহ্জামান; সহকারী নির্বাচন কমিশনার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ; ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার; ইংরেজি বিভাগের প্রধান ড. মোহসীনা আহসান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।
এর আগে শীতকালীন ছুটি নির্ধারিত সময় অনুযায়ী দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের একটি অংশ গণস্বাক্ষর সংগ্রহ করে উপাচার্যের কাছে জমা দেয় এবং আন্দোলন করে। তবে অন্য অংশ নির্ধারিত তারিখেই নির্বাচন চেয়েছিল।