.jpeg)
রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ শনিবার (১৫ নভেম্বর) এক দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের ১৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় ৩৫টি ককটেল এবং ৩২টি টিনের কৌটা উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণা, চুরি, দস্যুতা, নাশকতা এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশসহ প্রযোজ্য আইন অনুযায়ী মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন তুহিন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), একেএম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) এবং হাসান (২৮)।
ওসি আরও জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরে অভিযান চালানো হয়। সেখানে ৩৫টি ককটেল এবং ৩২টি টিনের কৌটা উদ্ধার করা হয়। পরে ককটেলগুলো সিটিটিসির মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।