
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা সেবা দিতে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পাঁচ সদস্যের দল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ঢাকায় এসে পৌঁছেছে।
রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টিমটি। সিঙ্গাপুর থেকে আসা এই দ্বিতীয় মেডিক্যাল দলে রয়েছেন চৌ উইং কিট চেস্টার (জৌ ইয়ংজি), ওয়েই গুইরু, তান কুই ইউয়েন, ওয়াং জোলিন এবং আইরিন ওয়াং মেই জিন।
এই বিশেষজ্ঞ দলটি রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে কাজ করবে। তারা প্রযুক্তিগত সহায়তা ও পেশাগত পরামর্শ প্রদান করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন।
উল্লেখ্য, দুর্ঘটনার পরপরই প্রথম দফায় সিঙ্গাপুর থেকে আরও একটি মেডিক্যাল টিম বাংলাদেশে এসেছিল। আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশ-বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা কার্যক্রম চলছে।