
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের চাচা ও ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)। আহত হয়েছেন তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) এবং চাচা সিরাজুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কর্তৃপক্ষ তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রচণ্ড গরমে অসহ্য হয়ে নুর ইসলাম ও দেলোয়ার খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা মারাত্মকভাবে আহত হন। পরে তাদের উদ্ধারে গিয়ে ইয়াছিন ও সিরাজুলও বিদ্যুৎস্পৃষ্ট হন।
চারজনকে দ্রুত আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক নুর ইসলাম ও দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, দুই ভাই হাসপাতালে আসার আগেই মারা গেছেন। বাকি দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চলবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল হোসেন জানান, নিজ উদ্যোগে বিদ্যুৎ নেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই ভাইয়ের প্রাণহানি ঘটেছে। ঘটনাটি এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।