
বিডিআর হত্যাকাণ্ডের জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম প্রকাশিত হওয়ায় তার অপসারণ চেয়ে দায়ের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করেছে।
সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় আবেদনটি খারিজ করা হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনীক আর হক।
এর আগে ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু ৬ ডিসেম্বর এই রিট দায়ের করেন। রিটে দাবি করা হয়েছিল, ২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যেখানে ৫৭ জন সেনাসহ বহু সদস্য শহিদ হন, সেখানে কমিশনের প্রতিবেদনে আইজিপির নাম উল্লেখ হওয়ায় তার দায়িত্বে বহাল থাকা রাষ্ট্রের ন্যায়বিচার ও জনমনে আস্থা প্রশ্নবিদ্ধ করছে।
চিঠিতে বলা হয়, “রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ পদে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার নাম এত ভয়াবহ হত্যাকাণ্ডের তদন্তে আসা অত্যন্ত সংবেদনশীল এবং গুরুতর। এমন ব্যক্তি পদে বহাল থাকলে বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও জনবিশ্বাসের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।”
নিবেদনটিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা পুনঃনির্মাণ। সেই প্রেক্ষাপটে আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত না করা রাষ্ট্র ও জনগণের আস্থার জন্য ক্ষতিকর।
হাইকোর্টের খারিজের ফলে আইজিপি পদে বহাল থাকা বিষয়ে কোনো পরিবর্তন হয়নি, তবে এই সিদ্ধান্ত তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও রাষ্ট্রীয় পদক্ষেপের কার্যকারিতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।