
দেশের দুই জেলায় একই রাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে টাঙ্গাইলের বাসাইল ও ফেনীর মহিপাল এলাকায় এই দুই ঘটনা ঘটে, যা নাশকতা কিনা তা তদন্ত করছে পুলিশ।
টাঙ্গাইলের ঘটনায় জানা গেছে, রাত ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় পাবনাগামী ‘বাংলা স্টার’ পরিবহনের একটি বাসে আগুন লাগে।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনার কারণে ওই এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। এমন সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, “চালক ও হেলপার জানিয়েছেন, বাসের পেছনে একটি শব্দ শোনার পরপরই আগুন ধরে যায়। পরে সবাই দ্রুত নেমে পড়ে নিরাপদে চলে যায়।”
অন্যদিকে, ফেনী-চট্টগ্রাম সড়কের মহিপাল এলাকায় রাত ৯টা ৫০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা রনি-রানা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বাসটির সামনের অংশ পুড়ে গেলেও কেউ আহত হয়নি।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে বাসের ভেতরের সামনের অংশ পুড়ে গেছে। এটি নাশকতা হতে পারে।”
ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। “ঘটনাটি নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে,” বলেন তিনি।