
টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন ও অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি এ বিষয়ে আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান এসব কথা বলেন। একই সঙ্গে তিনি জানান, বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা নিয়ে পাকিস্তান সরকার পর্যায়ে আলোচনা করা হবে।
নিরাপত্তাজনিত উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে অবহিত করে। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ তাদের আগের সিদ্ধান্তেই অটল থাকবে।
এদিকে শনিবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্বকাপের তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তবে বিষয়টি নিয়ে আইসিসি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড মিটিংয়েও একই কথা বলেছি। আপনারা দ্বিমুখী নীতি অবলম্বন করতে পারেন না, যেখানে একটি দেশ যখন ইচ্ছা যেমন খুশি সিদ্ধান্ত নিতে পারে, আর আরেক দেশের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত আচরণ করা হয়।’
বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে এবং যে কোনো অবস্থায় তাদের বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া উচিত। তারা ক্রিকেটের একটি বড় অংশীদার, তাদের প্রতি এই অবিচার করা উচিত নয়।’
বাংলাদেশের সমর্থনে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে কি না— এমন প্রশ্নে মহসিন নাকভি বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি যোগ করেন, ‘আগে সিদ্ধান্ত আসুক; আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই তৈরি আছে।’