
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি জুট মিলে কর্মরত এক ২২ বছর বয়সী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী শনিবার (৩ জানুয়ারি) রাত প্রায় ১২টার দিকে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার ওই তরুণী দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে যোগ দেন। কর্মস্থলের কাছে থাকার সুবাদে তিনি ওই গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুল (৩০) এর বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর রাতে বাসার মালিক ডিপুল ও তার দুই অজ্ঞাত সহযোগী ভুক্তভোগীর কক্ষে প্রবেশ করে। তারা গামছা দিয়ে তার মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভয় ও আতঙ্কের কারণে তরুণী ঘটনাটি কাউকে না জানিয়ে গ্রামের বাড়িতে ফিরে যান। পরিবারের সঙ্গে বিষয়টি শেয়ার করার পর শনিবার রাতে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।
ওসি ফরিদুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”