
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বন্ধু আহত হন।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার রহবল পূর্বপাড়ার আবিদ হাসান (১৮) ও মেঘাখর্দ এলাকার জিহাদ সরকার (১৭)। আহত বন্ধুর নাম পুলিশের কাছে জানা যায়নি।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, “রাত ৯টার দিকে বগুড়া শহরের মম ইন থেকে চারজন তরুণ দুইটি মোটরসাইকেলে অতিরিক্ত গতিতে পাল্লা দিয়ে বাড়ি ফিরছিলেন। গোকুল ইউনিয়নের বাঘোপাড়া খোলারঘর এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন।”
আহত বন্ধুকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, “মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”