
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরমপূরণ আজ বুধবার (২৭ আগস্ট) থেকে শুরু হয়েছে। ফরমপূরণ চলবে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার পর্যন্ত।
পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রোমোটেড শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন।
নতুন নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থীরা C+ গ্রেড প্রাপ্ত বিষয়ে ফরম পূরণ করতে পারবেন না। এছাড়া, ফেল সাবজেক্টে পরীক্ষায় অংশ নিলে সর্বোচ্চ B+ গ্রেড পর্যন্ত প্রদানযোগ্য হবে।
শিক্ষার্থীদের আবেদন ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ems.nu.ac.bd/student-login) থেকে ডাউনলোড করে নির্ধারিত ফি জমা দিয়ে নিজ নিজ কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ ইনকোর্স নম্বরসহ প্রয়োজনীয় তথ্য অনলাইনে এন্ট্রি ও নিশ্চয়ন করবে। নির্ধারিত সময়ের বাইরে কোনো আবেদন বা ফি জমা গ্রহণযোগ্য হবে না।
ফি কাঠামো অনুযায়ী, তত্ত্বীয় পূর্ণপত্র ফি ৩৫০ টাকা, তত্ত্বীয় অর্ধপত্র ফি ২৫০ টাকা, ব্যবহারিক প্রতি কোর্স ফি ৩৫০ টাকা এবং ইনকোর্স ফি ৬০০ টাকা (যার মধ্যে বিশ্ববিদ্যালয়ে ১৫০ টাকা এবং কলেজে ৪৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র ফি হিসেবে তত্ত্বীয় পরীক্ষার জন্য ৬০০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনিয়মিত, গ্রেড উন্নয়ন ও C Promoted পরীক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি যথাক্রমে ৬০০ ও ১০০০ টাকা এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বমোট ফি নির্ধারণ করা হয়েছে ৬০০০ টাকা।
পরীক্ষার ফলাফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ করা হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি তত্ত্বীয় পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পরীক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে তথ্য এন্ট্রি ও নিশ্চয়ন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সময়সীমা অতিক্রম করলে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।