
প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগে দুদকের করা তিনটি পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও তার পরিবারের বিরুদ্ধে ২২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এই সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আগামী ১৬, ২৩ ও ২৫ নভেম্বর পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, তিনটি মামলায় মোট ২২ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে একটি মামলায় আটজন এবং বাকি দুটি মামলায় সাতজন করে আদালতে হাজির হয়েছেন। শেখ রেহানার সন্তানরা হলেন—মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে দুদক পৃথকভাবে ছয়টি মামলা করে। সব মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয় ৩১ জুলাই।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নং রাস্তার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।