
মাদারীপুরের রাজৈর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (০৫ মার্চ) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের মতামতে ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে দৈনিক টেকেরহাট পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব নাজমুল হোসেন বাসুকে আহবায়ক ও সাপ্তাহিক সুবার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ মোস্তাফিজুল হক নাদিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন মোঃ হাফিজুর রহমান মোল্লা (অন্য দিগন্ত), শহীদুল আলম টুকু (আজকের খবর) ও হারুন উর রশিদ রনি (খবরপত্র)।
সভায় বর্তমান বাংলা’র সাংবাদিক আলহাজ্ব মোঃ এমারাত আকনের সভাপতিত্বে অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় নবাগত কমিটি, অন্যায় অবিচার ও জুলুমবাজ দুর্নীতির বিরুদ্ধে কলমের মাধ্যমে লড়াই চালিয়ে যাবে এবং সকল সাংবাদিক মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।