
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর বিএনপির দুই প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দলীয় নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসন থেকে আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকনসহ দলীয় নেতৃবৃন্দ। সদর উপজেলা নির্বাচন অফিস থেকে তার মনোনয়ন সংগ্রহ করা হয়। আবুল খায়ের ভূঁইয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষে মনোনয়ন সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাসান, আরিফ হোসেন ও জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, লক্ষ্মীপুরের উন্নয়নের লক্ষ্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার বিকল্প নাই। আমরা আশা করি এই অঞ্চলের আপামর জনতা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাদের উন্নয়নে এ্যানি চৌধুরীকে নির্বাচিত করবে।