.jpg)
প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো। দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার, যা শিক্ষক সমাজে স্বস্তি ও উদ্দীপনা এনেছে।
সোমবার (২৮ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল উন্নীত করা হয়েছে। এতদিন এই শিক্ষকরা প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ১১তম ও প্রশিক্ষণবিহীনদের জন্য ১২তম গ্রেডে বেতন পেয়ে আসছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি, ১২৪/২০২২ নম্বর সিভিল রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতে ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়। এই সিদ্ধান্ত অনুসরণ করে বাকি সকল প্রধান শিক্ষকের ক্ষেত্রেও একই ধরনের বেতন স্কেল প্রযোজ্য বলে সরকার বিবেচনা করে।”
প্রধান শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে নেওয়া এ সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ আখ্যা দিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই পদক্ষেপে শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এর ফলে তারা আরও মনোযোগ ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালন করবেন, যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে।”
সরকার মনে করে, বেতন কাঠামোর এই উন্নয়ন শুধু শিক্ষকদের প্রাপ্য সম্মানই নিশ্চিত করছে না, বরং দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার আশা প্রকাশ করেছে, প্রধান শিক্ষকরা অভিভাবক ও অন্য অংশীজনদের সঙ্গে সমন্বয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান আরও বাড়িয়ে তুলবেন।