
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, সরকারের নীতি প্রণয়নের ক্ষেত্রে তরুণরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে।
রোববার (৭ সেপ্টেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত চতুর্থ জাতীয় নীতি প্রতিযোগিতা শিল্পবিপ্লব বাংলাদেশের উদ্ভাবনী সম্ভাবনা ও প্রয়োগ ক্ষেত্র’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক তানভীর আলি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ সময় উপস্থিত ছিলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, এই ধরনের নীতি প্রতিযোগিতা দেশের জন্য আশাব্যঞ্জক। তরুণদের নীতি প্রণয়নে আরও বেশি সম্পৃক্ত করা উচিত, কারণ তারা প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সহজেই মানিয়ে নিতে সক্ষম। সেই পরিবর্তনকে নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠ শিক্ষার্থীদের সাফল্য প্রমাণ করে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যোগ্য তরুণদের হাতেই যাচ্ছে। যারা স্টার্টআপ নিয়ে কাজ করছে, তাদের জন্য একাডেমিক ক্রেডিট, বাড়তি কানেক্টিভিটি ও নানা সুবিধা নিশ্চিত করা উচিত।
নীতি বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, আইনি কাঠামোর ভেতরে থেকে নীতি বাস্তবায়ন করা একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের প্রস্তাবিত নীতিগুলোকে নাগরিক পর্যায়ে মান ও পরিমাণগত জরিপের মাধ্যমে যাচাই করে এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের হাতে মেডেল, ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।
এবারের প্রতিযোগিতার ফাইনালে অংশ নেয় পাঁচটি দল। এর মধ্যে চ্যাম্পিয়ন হয় টিম অরুণাভ, প্রথম রানার আপ টিম ক্যাপিটাল মিত্র এবং দ্বিতীয় রানার আপ টিম সুনাগরিক।