
আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশে যাওয়া এড়াতে প্রধান উপদেষ্টার কার্যালয় নতুন নির্দেশনা জারি করেছে।
সাম্প্রতিক এই পরিপত্রে বিদেশ ভ্রমণ সংক্রান্ত নিয়ম-কানুন যথাযথভাবে মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। নির্দেশনার কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধান উপদেষ্টার একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, “বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের পূর্বের নির্দেশনা এবং অর্থ বিভাগের ৮ জুলাইয়ের চিঠিতে বিদেশ সফর সীমিতকরণসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।”
তবে লক্ষ্য করা গেছে, এই নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একযোগে বিদেশ সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসাথে বিদেশ ভ্রমণ করছেন। এমন প্রস্তাবনা প্রায়ই প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা পড়ছে, যা পূর্ববর্তী নির্দেশনার পরিপন্থী।
এ পরিস্থিতিতে, পরিপত্রে সব পূর্ববর্তী নির্দেশনার পূর্ণাঙ্গ প্রতিপালন নিশ্চিত করতে এবং আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া কোনো কর্মকর্তাকে বিদেশ ভ্রমণে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।