
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হবে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।
প্রেস সচিব জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে এবং সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন উপযুক্ত পরিবেশে অনুষ্ঠিত হবে। কোনো শক্তি বা ষড়যন্ত্র এটিকে থামাতে পারবে না।