
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে যাত্রীবাহী যান মনে করে ডাকাত দল হামলা করেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা প্রতিরোধ গড়ে তুললে ডাকাতরা ছুটে পালায়।
রবিবার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে আড়াইহাজার-বিশন্দদী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলার সময় গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ডাকাতদের সঙ্গে লড়াইয়ের একপর্যায়ে একজনের হাতে থাকা রামদা ছিনিয়ে নিতে সক্ষম হন। ডাকাতরা পালিয়ে গেলেও কনস্টেবল মারুফ সামান্য আহত হন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “গভীর রাতে টহলে থাকা পুলিশের সিএনজিকে যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাতরা হামলা করেছিল। মুহূর্তেই পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করে।” তিনি আরও জানান, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।