
রাজধানীর ভাটারা থানা প্রাঙ্গণ থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৯ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এই চুরি সংঘটিত হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুই জন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে চলে যাচ্ছেন।
পুলিশ সূত্র জানায়, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহার ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের কালো রঙের। এটি ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যক্তিগত ব্যবহারের জন্য ছিল। মোটরসাইকেলটি থানার উত্তর গেটের ভেতরে, পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোরের দিকে দুই জন মুখোশধারী থানার গেটের সামনে ঘোরাফেরা করছে। এক ব্যক্তি থানার ভিতরে প্রবেশ করে মোটরসাইকেলের তালা ভেঙে ফেলেন, অন্যজন বাইরে দাঁড়িয়ে পাহারা দেয়। পরে তারা একসাথে মোটরসাইকেলটি ঠেলে থানার প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে যায়।
এএসআই মো. ফিরোজ জানান, “শুক্রবার রাতেই আমি মোটরসাইকেলটি থানার ভিতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলাম। সকালে থানায় এসে দেখেছি, মোটরসাইকেলটি নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হয়।” তিনি আরও জানান, মোটরসাইকেলের সঙ্গে রাখা তার হেলমেটটিও চোরেরা নিয়ে গেছে।
তিনি বলেন, মোটরসাইকেলে একটি জিপিএস ট্র্যাকার ছিল। তবে চোরেরা এটি থানার বাইরে একটি গলিতে নিয়ে গিয়ে খুলে ফেলার কারণে এখন মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।
এদিকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক চুরির খবরটি অস্বীকার করেছেন। তিনি বলেন, “মোটরসাইকেলটি থানার ভিতর থেকে নয়, বাইরের একটি গ্যারেজ থেকে চুরি হয়েছে। পুলিশ উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।”