
গভীর রাতের নিস্তব্ধতায় আড়াইহাজার-বিশন্দদী সড়কে নিরাপত্তা নিশ্চিতে সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। ঠিক সেই সময় তাদের যাত্রী ধারণা করে গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালায় একদল ডাকাত। কিন্তু অটোরিকশা থেকে পুলিশ বেরিয়ে আসতেই পাল্টে যায় পুরো পরিস্থিতি।
রোববার ২৩ নভেম্বর দিবাগত রাত তিনটার দিকে আড়াইহাজারের জালাকান্দি এলাকায় ঘটে এই ঘটনার। ধাওয়া খেয়ে দ্রুত সরে যায় হামলাকারীরা। স্থানটি থেকে পরে একটি রামদা উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এলাকায় ডাকাতি ও ছিনতাই দমনে সিএনজি অটোরিকশায় বিশেষ টহল চালানো হচ্ছিল। জালাকান্দি এলাকায় পৌঁছালে একদল ডাকাত হাতে রামদা নিয়ে হঠাৎ আক্রমণ করে। মুহূর্তেই বিষয়টি টের পেয়ে প্রতিরোধ গড়ে তোলেন টহল দলের সদস্যরা। গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফ ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারীর হাতে থাকা রামদাটি ছিনিয়ে নেন। এরপর পুলিশের তাড়া খেয়ে পালিয়ে যায় ডাকাতরা। এসময় মারুফ সামান্য আহত হন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “গভীর রাতে টহলরত পুলিশের সিএনজি অটোরিকশাকে সাধারণ যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাত দল হামলা চালায়।” তিনি আরও বলেন, “মুহূর্তেই এএসআই রিপনের নির্দেশে সদস্যরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। পরে তারা পালিয়ে যায়। এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”